Site icon Jamuna Television

নির্বাচনে ইভিএম ভুল সিদ্ধান্ত, প্রতারণার আশঙ্কা রয়েছে: ডা. জাফরুল্লাহ

জাতীয় নির্বাচনে ইভিএম ভুল সিদ্ধান্ত। ইভিএমের মাধ্যমে প্রতারণার আশঙ্কা রয়েছে, এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, যাচাইবাছাইয়ের জন্য সব আসনে ৫টি করে কেন্দ্রে ইভিএম রাখা যেতে পারে।

বুধবার (২৪ আগস্ট) সকালে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত কমানোর দাবিও করেন জাফরুল্লাহ চৌধুরী। বলেন, ইভিএমে জনগণের আস্থা থাকবে না। আওয়ামী লীগের উচিত এমন কিছু না করা যাতে জাতীয় নির্বাচনে অন্যরা না আসে। এ সময় জাফরুল্লাহ চৌধুরী না ভোট প্রচলনেরও পরামর্শ দেন। তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার কঠিন অবস্থার মধ্যে রয়েছে।

/এমএন

Exit mobile version