Site icon Jamuna Television

রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ’র সংঘর্ষ, নিহত ৬

রাঙামাটির লংদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস সন্তু গ্রুপের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে লংগদু উপজেলার সীমান্তবর্তী দুর্গম হারিক্ষণ এলাকায় এ সংঘর্ষ হয়। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, এলাকাটি বেশ দুর্গম। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সত্যতা যাচাই করতে এবং এলাকার পরিস্থিতি জানতে ওই এলাকায় রওনা করেছে।

ইউএইচ/

Exit mobile version