Site icon Jamuna Television

শুকিয়ে গেছে নদী, বেরিয়ে এলো ১১ কোটি বছর পুরনো ডাইনোসরের পায়ের ছাপ

তীব্র খরায় শুকিয়ে যাওয়া নদীর তলদেশে দেখা মিললো প্রায় ১১ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডায়নোসর ভ্যালি স্টেট পার্কে দেখা মিলেছে এসব পায়ের ছাপের। সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় পার্ক কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, চলমান তীব্র তাপদাহে শুকিয়ে গেছে পার্কটির মধ্যে দিয়ে বয়ে চলা প্যালোক্সি নদী। ফলে দৃশ্যমান হয়ে ওঠে ডাইনোসরের পায়ের ছাপগুলো। পার্কটির কর্মীরা জানান, এখন পর্যন্ত ৬০টি পায়ের ছাপের অস্তিত্ব মিলেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাক্রোক্যানথোসারাস গোত্রের ডায়নোসরের পায়ের ছাপ এগুলো। প্রায় ৭ হাজার কেজি ওজনের এসব ডায়নোসরের উন্মুক্ত চারণভূমি ছিলো এলাকাটি। ৫০ এর দশকে টেক্সাসের এই এলাকায় ডায়নসোরের বিভিন্ন ফসিলের অস্তিত্ব মেলে। ১৯৬৮ সালে এটিকে পার্কে রূপান্তরিত করা হয়।

এটিএম/

Exit mobile version