Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইজাহারের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ওই নারী ও তার সন্তানকে হত্যার দায়ে আরেকটি মামলায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, আড়াইহাজার উপজেলার অস্তিআন্দি গ্রামের মো. বাবুল হোসেন ও একই এলাকার আবুল কাশেম।

আদালতে পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ৫ মার্চ রাত আটটার দিকে উজিরপুর ইউনিয়নের দড়িগাঁও পুরাতন কবরস্থান এলাকায় একটি মাটির গর্তে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। পরে ময়নাতদন্তের পর ধর্ষণের সত্যতা পাওয়া গেলে আরেকটি মামলা হয়। হত্যা মামলায় আদালত আগেই তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। আজ সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এটিএম/

Exit mobile version