Site icon Jamuna Television

অনলাইন ভোট: ৫৫ শতাংশ ভোটার মনে করেন ব্রাজিল ফাইনাল খেলবে না

নেইমার, জেসুস, কুতিনহো, ফিরমিনো, থিয়েগো সিলভাদের মতো এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় নিয়ে ‘হেক্সা শিরোপা’ জয়ের মিশন নিয়ে রাশিয়া বিশ্বকাপে নামছে ব্রাজিল। সমর্থকদের আশা, দেশের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে হারের দুঃস্মৃতি ট্রফি দিয়েই ঘোচাবে সেলেসাওরা। তবে, ৫৫ শতাংশ বাংলাভাষী মনে করেন ২০১৮ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে না ব্রাজিল। ফেসবুকে যমুনা অনলাইন পরিচালিত এক অনলাইন ভোটে এমন চিত্র দেখা গেছে।

বুধবার বিকেল ৪টা পর্যন্ত ২ হাজার ৮০০ ভোটদাতা তাদের মতামত জানিয়েছেন। এদের মধ্যে ৪৫ শতাংশ ‘হ্যাঁ’ ভোট ও ৫৫ শতাংশ ‘না’ ভোট দিয়েছেন। ব্রাজিলের সমর্থকরা মন্তব্য প্রদান করে নেইমারদের প্রতি সমর্থনও জানিয়েছেন। অবশ্য, অনেক মতামতদাতা মনে করেন রাশিয়া বিশ্বকাপে ইউরোপীয়ান দলগুলোই ফাইনাল খেলবে। সেক্ষেত্রে তারা জার্মানি ও ফ্রান্সকেই এগিয়ে রাখছেন। কেউ কেউ স্পেনের কথাও বলছেন। তবে, বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে দলের কোচ জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করার পর স্পেন কতটা আগাতে পারে সেটি যথেষ্ট সংশয়ে সুযোগ আছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version