Site icon Jamuna Television

ফ্রি ফায়ার গেমস খেলতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি: প্রতীকী

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে মোবাইলে রাতভর ফ্রি ফায়ার গেমস খেলায় বাবার শাসনে বিনয় বিশ্বাস (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে ও সালথা উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। থানায় বিনয়ের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত থাকতো। এছাড়া রাতে বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ ব্যাপারে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে বসতঘর সংলগ্ন আম গাছে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় বিনয়। পরিবারের লোকজন তাকে কোথাও না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. আবদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতে মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

ইউএইচ/

Exit mobile version