Site icon Jamuna Television

বোয়ালমারীতে ৩৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার কারবারি

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ৩৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-৮। গ্রেফাতারকৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম শুভ (২২)।

থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল বোয়ালমারী উপজেলার খরসুতি ঈদগাহের সামনে সাতৈর মোহাম্মদপুর সড়কের ওপর থেকে মো. জাহিদুল ইসলাম শুভকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে থাকা ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খরসুতি এলাকা থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম শুভ নামে এক মাদক ব্যাবসায়ীকে র‍্যাব আটক করে থানায় সোপর্দ করেছে। ওই ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version