Site icon Jamuna Television

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কলিন কোল।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আরও প্রায় ৩০০ কোটি ডলারের সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ আগস্ট) দেশটির স্বাধীনতা দিবসে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, এ নিরাপত্তা সহযোগিতার আওতায় জেলেনস্কি প্রশাসনকে ২৯৮ কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হবে। এর ফলে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কামান-গোলাবারুদ, অত্যাধুনিক ড্রোন ও রাডার কিনতে পারবে ইউক্রেন। যা দিয়ে দেশটি দীর্ঘমেয়াদে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে।

গt শুক্রবার, মার্কিন প্রতিরক্ষা দফতর ইউক্রেনের জন্য এ সামরিক সহযোগিতা ঘোষণা করে। যার আর্থিক মূল্য প্রায় ৭৭৫ মিলিয়ন ডলার। এতে থাকছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, কামান, গোলাবারুদ। এছাড়াও আছে মাইন অপসারণের যান।

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কলিন কোল বলেন, দীর্ঘমেয়াদে ইউক্রেনকে সমর্থন যোগাতেই ৩০০ কোটি ডলারের মার্কিন সামরিক সহযোগিতা দেয়া হচ্ছে। দেশটি নিজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় মরিয়া। রাশিয়া ভাবছে, যুদ্ধকে দীর্ঘায়িত করলে তাদের সামনে মাথানত করতে বাধ্য হবে গোটা বিশ্ব। কিন্তু, পুতিন সরকারের ধারণা ভুল। যুদ্ধ জয় তো বটেই; ভবিষ্যতে ইউক্রেনীয় সেনাবাহিনীর মেরুদণ্ড শক্ত করতেও ব্যবহৃত হবে এ সহায়তা।

/এসএইচ

Exit mobile version