Site icon Jamuna Television

অত্যাধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছে জাপান

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছে জাপান। বুধবার (২৪ আগস্ট) জ্বালানি নীতি বিষয়ক এক বৈঠকে এ ইঙ্গিত দেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানির দাম। এ পরিস্থিতি মোকাবেলায়, পরমাণু বিদ্যুৎকেন্দ্র নতুনভাবে নির্মাণ এবং বন্ধ রিঅ্যাক্টরগুলো পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার।

এর আগে, ২০১১ সালে, শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডুবে গেলে জাপানে দেখা দেয় জরুরি অবস্থা। ফুকুশিমা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে অঞ্চলটি থেকে দেড় লাখ মানুষকে সরানো হয়। আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থার তথ্য অনুসার, জাপানের ৫০টি সক্রিয়া বিদ্যুৎ রিঅ্যাক্টর ছিলো। কিন্তু, ঐ দুর্ঘটনার পর ৪৬টি বাতিল করা হয়। সেই পরিস্থিতি থেকে জাপান নতুন কেন্দ্র নির্মাণের পথে হাঁটলে, সেটি হবে বির্তকিত নীতিগত পরিবর্তন।

/এসএইচ

Exit mobile version