Site icon Jamuna Television

জম্মু-কাশ্মির সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ অনুপ্রবেশকারী নিহত, আটক ১ (ভিডিও)

আটককৃত তবারক হোসেইন।

জম্মু-কাশ্মিরের রাজৌরি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছে দুই অনুপ্রবেশকারী। আর ভারতীয় সেনাদের হাতে আটক হয়েছে অপর একজন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানান ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কপিল রানা।

তিনি জানান, বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আজাদ-কাশ্মিরের সবুজকোট এলাকার বাসিন্দা তবারক হোসেইন হিসেবে চিহ্নিত করেছে ভারতীয় গোয়েন্দারা। সে জঙ্গি সংগঠন ‘লস্কর ই তৈয়বা’র সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, একটি একে-ফিফটি সিক্স রাইফেল, তিনটি ম্যাগাজিন ও বুলেট উদ্ধার করা হয়েছে।

মাইন বিস্ফোরণের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

ভারতীয় সেনাবাহিনীকে দেয়া এক জবানবন্দিতে ওই ব্যক্তি জানান, ভারতে হামলা চালাতে তাকে ৩০ হাজার পাকিস্তানি রূপি দেয়া হয়েছে। আর, তাকে সীমান্তে পাঠিয়েছেন পাকিস্তান গোয়েন্দা সংস্থা (আইএসআই)’র কর্নেল ইউনুস চৌধুরী। তল্লাশির পর, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ওই অর্থও উদ্ধার করা হয়।

/এসএইচ

Exit mobile version