Site icon Jamuna Television

শিক্ষা ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের

শিক্ষার্থীদের ঋণের একটি অংশ মওকুফের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ আগস্ট) এ ঘোষণা দেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

জানানো হয়, প্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের সুযোগ পাবে। যেসব শিক্ষার্থী বছরে এক লাখ ২৫ হাজার ডলারের কম আয় করেন তারা পাবেন এ সুবিধা। এর পাশাপাশি আর্থিক সক্ষমতা বেশি দুর্বল যেসব শিক্ষার্থীর এমন তারা পেল গ্রান্ট সুবিধার অধীনেও ঋণ পায়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে বলেও জানানো হয়েছে। বাইডেনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মী ও আইনপ্রণেতারা।

হোয়াইট হাউজ জানায়, করোনার কারণে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণি। সেই আর্থিক সংকট মোকাবেলায় সহায়তার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ফেডারেল সরকারের খরচ বাড়বে প্রায় ৩০ হাজার কোটি ডলার।

এটিএম/

Exit mobile version