Site icon Jamuna Television

ঢাকাসহ ১২টি সিটি করপোরেশনে করোনা টিকা দেয়া হচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুদের

বৃহস্পতিবার সকাল থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ থেকে ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগামী ১৪ দিন চলবে এ টিকাদান কর্মসূচি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে এসে সারিবদ্ধভাবে দাঁড়ায় শিশুরা। এ টিকা কার্যক্রমে প্রাথমিকের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। অভিভাবকরা টিকা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ভ্যাকসিন নেয়া শিশুরা বলছে, টিকা নিতে পেরে তাদের ভালো লাগছে।

টিকা কার্যক্রমের উদ্বোধন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, দেশজুড়ে ২০ লাখ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর। ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শিশুদের নিবন্ধন করা হচ্ছে। নিবন্ধন কার্ড প্রদর্শন করলেই দেয়া হচ্ছে টিকা।

/এসএইচ

Exit mobile version