Site icon Jamuna Television

গ্রামীণ টেলিকমের ২ আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ফাইল ছবি

ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ৪৫ কোটি টাকা আত্মসাৎ এবং প্রায় তিন হাজার কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনজীবী ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। একই অভিযোগে গ্রামীণ টেলিকম লিমিটেডের এমডি নাজমুল ইসলাম ও গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিনিধি মাইনুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

এর আগে, গত জুলাই মাসের শেষ দিকে দুদক এ অভিযোগটির অনুসন্ধান শুরু করে। এরইমধ্যে গ্রামীণ টেলিকম কোম্পানির কাছে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হলে তারা সেগুলো দুদকে জমা দিয়েছে। নথিপত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি, গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের একটি অভিযোগ দুদকে পাঠান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এসএইচ

Exit mobile version