Site icon Jamuna Television

রাসেল ডোমিঙ্গো চাকরি ছাড়ছেন? জানে না বিসিবি

রাসেল ডোমিঙ্গো। ফাইল ছবি। সংগৃহীত

বাংলাদেশ দলের চাকরি চাড়ছেন কোচ রাসেল ডোমিঙ্গো? এমন গুঞ্জন চড়াও ক্রিকেট পাড়ায়। তবে এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বিসিবি, যমুনা টেলিভিশনকে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

কিছুদিন আগেই টি-টোয়েন্টির হেড কোচ থেকে সরিয়ে দেয়া হয় রাসেল ডোমিঙ্গোকে। এশিয়া কাপে দলের সাথে পাঠানো হয়নি এই প্রোটিয়াকে। আগামী নভেম্বরের আগে ওয়ানডে আর টেস্ট, কোনো ফরম্যাটের ম্যাচ নেই বাংলাদেশ দলের। কিন্তু তারপরও ছাটাই করা হয়নি তাকে। কারণ, ৩০ নভেম্বরের আগে বরখাস্ত করলে ডোমিঙ্গোকে এক বছরের সমান বেতন, প্রায় দুই কোটি টাকা দিতে হবে বিসিবিকে।

ডিসেম্বরেই হয়তো দক্ষিণ আফ্রিকার এই কোচকে ছাঁটাই করবে বিসিবি। অপ্রিয় এই সত্যটা হয়তো জানা ডোমিঙ্গোর। তাইতো দেশে ফিরে গণমাধ্যমে প্রকাশ্যে সমালোচনা করেন বিসিবির। এই ঘটনার পরই চড়াও হয় গুঞ্জন, বাংলাদেশ দলের চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া।

/এমএন

Exit mobile version