Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগে কোন গ্রুপে কোন দল, জানা যাবে রাত ১০টায়

ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল শহরের অন্যতম আইকনিক জায়গা ‘গোল্ডেন হর্ন’ নামে পরিচিত হালিচের কনগ্রেস সেন্টারে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে অনুষ্ঠিত হবে জমকালো এক আয়োজন। বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র। এখানেই চার পটের ৩২ দলকে ভাগ করা হবে ৮টি গ্রুপে।

যেখানে পট-১ এ আছে লিগ ও উয়েফার টুর্নামেন্ট জয়ী ৮ দল রিয়াল মাদ্রিদ, আইনট্রাখট, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, পিএসজি, বায়ার্ন মিউনিখ, পোর্ত ও আয়াক্স। পট-২ এ আছে লিভারপুল, চেলসি, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, য্যুভেন্টাস, সেভিয়া, আরবি লাইপজিগ ও টটেনহ্যাম। বাকি ১৬ দল আছে পরের দুই পটে।

আরও পড়ুন: করোনার টিকা না নেয়ায় ইউএস ওপেনে নোভাককে নিয়ে প্রশ্ন, হতাশ ম্যাকেনরো

৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের খেলা। গ্রুপ পর্ব শেষ হবে কাতার বিশ্বকাপের আগ মুহূর্তে ২ নভেম্বর। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তাম্বুলে।

জেডআই/

Exit mobile version