Site icon Jamuna Television

কড়াইল বস্তিতে খুন, ডিবির হাতে গ্রেফতার ৫

রাজধানীর কড়াইল বস্তিতে আল আমিন হত্যা মামলায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, মূলত ক্ষমতাসীন দলের কমিটি নিয়ে দ্বন্দ্ব আর কোটি টাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে প্রায়ই সংঘর্ষ হয় কড়াইল বস্তিতে। এর জেরের গত ১৭ আগস্ট নির্মমভাবে হত্যার শিকার হন আল-আমিন।

ডিবি প্রধান বলেন, বস্তিতে আধিপত্য বিস্তারে এখন দুটি গ্রুপ সক্রিয়। এসব চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version