Site icon Jamuna Television

টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন সাকিব

ছবি: সংগৃহীত

আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টেন লিগে নাম লেখালেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে দলের সাথে যুক্ত হয়েছেন তিনি।

আগামী ২৩ নভেম্বর পর্দা উঠবে টি-টেন লিগের। পর্দা নামবে ৪ ডিসেম্বর। ছয় দলের এই প্রতিযোগিতায় বাংলা টাইগার্সের প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ওপেনার আফতাব আহমেদ। এর আগে, ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স। এছাড়া দলের মেন্টর হিসেবে থাকছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

এই প্রথম টি-টেন লিগে খেলতে যাচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব বলেছেন, বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত। সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারাটা সবসময়ই একটা সুন্দর অনুভূতি। একটি নতুন অভিজ্ঞতার জন্য উন্মুখ আমি।

আরও পড়ুন: বেনজেমা, কোর্তোয়া নাকি ডি ব্রুইনা? রাতেই ফয়সালা হবে কে হচ্ছেন ইউরোপ সেরা

জেডআই/

Exit mobile version