Site icon Jamuna Television

পরিবেশ বিনষ্টের পাশাপাশি অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা: জাতিসংঘকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ বিনষ্টের পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নিজ ভিটায় ফেরাতে মিয়ানমারের উচিত রাখাইনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করতে দেয়া।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে গণবভনে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নূলেন হুজার সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ এই সমস্যার সমাধান চায়। মিয়ানমারকে বারবার তাগাদা দেয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

এ সময় জাতিসংঘের বিশেষ দূত জানিয়েছেন, মিয়ানমারের সামরিক সরকারের সাথে এ বিষয়ে কথা বলেছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানের তাগিদও দিয়েছেন।

/এমএন

Exit mobile version