Site icon Jamuna Television

দু’টি প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল। ফাইল ছবি।

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দু’টি ফিফা উইন্ডো প্রীতি ম্যাচের জন্য জামাল ভুঁইয়াকে অধিনায়ক করে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্কোয়াডে আরও আছেন আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, সোহেল রানা, আতিকুর রহমান, মাশুক মিয়া, বিপ্লব আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, মাহফুজ হাসান, টুটুল হোসেন বাদশা, রাকিব হোসেন, রিয়াদুল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ নাঈম, রায়হান হাসান ইমন শাহরিয়া, সোহেল রানা ও ঈসা ফয়সাল।

আরও পড়ুন: বেনজেমা, কোর্তোয়া নাকি ডি ব্রুইনা? রাতেই ফয়সালা হবে কে হচ্ছেন ইউরোপ সেরা

প্রীতি ম্যাচকে সামনে রেখে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে ২৬ আগস্ট ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে এবং ২৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে জামালরা। এই দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে অ্যাওয়ে পদ্ধতিতে।

জেডআই/

Exit mobile version