Site icon Jamuna Television

‘খুঁজে পাওয়া যায়নি জাওয়াহিরির মরদেহ’

ছবি: সংগৃহীত

গত মাসের শেষের দিকে মার্কিন ড্রোন থেকে ছোড়া ‘হেলফায়ার বা নরকের গোলা’র আঘাতে নিহত আল কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির মরদেহ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী তালেবানের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ডন’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেছেন, আয়মান আল-জাওয়াহিরির মরদেহ পায়নি তালেবান এবং এখনো তার মরদেহের সন্ধানে তদন্ত চলছে।

এর আগে, গত ৩১ জুলাই (রোববার) কাবুলের স্থানীয় সময় সকাল ৬ টা ১৮ মিনিটে একটি ড্রোন থেকে তথাকথিত ‘হেলফায়ার বা নরকের গোলা’ ক্ষেপণাস্ত্র ছুড়ে আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র্র।

/এনএএস

Exit mobile version