Site icon Jamuna Television

স্পেনের নতুন কোচ হলেন ফার্নান্দো হিয়েরো

স্পেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন ফার্নান্দো হিয়েরো, এরআগে সকালে বরখাস্ত করা হয় স্পেনের কোচ জুলেন লোপেতেগুই। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হবার পরদিনই এলো এমন সিদ্ধান্ত।

এদিকে স্পেন দলের সাবেক অধিনায়ক ফার্নান্দো রুইজ হিয়েরো বর্তমানে স্পেন জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন।  সাবেক এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি চারটি বিশ্বকাপ খেলেন। ১৯৮৯ সালে তিনি রিয়াল মাদ্রিদে খেলা শুরু করেন। প্রথম সেশনেই তিনি ৩৭টি গোল করেন।  ২০০৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে মোট ৪৩৯ ম্যাচ খেলে ১০২ টি গোল করেন। এরপর তিনি কাতারের আল রাইয়ান দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

স্পেনের জাতীয় দলের হয় ১৯৮৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত খেলে,  চারটি বিশ্ব কাপে অংশ নেয়। ২০১৭ সালের ২৭  নভেম্বর থেকে ফার্নান্দো স্পেনের জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পায়।

 

Exit mobile version