Site icon Jamuna Television

সেনাবাহিনীতে লোক বাড়াচ্ছে রাশিয়া, পশ্চিমারা বলছে, শূন্যস্থান পূরণ

রাশিয়ার সামরিক বাহিনীগুলোতে সদস্য সংখ্যা বাড়ানো সংক্রান্ত এক ডিক্রিতে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে রুশ সামরিক বাহিনীতে মোট সদস্য রয়েছে ১০ লাখের বেশি। অ্যাসোসিয়েটেড প্রেসের এক খবরে জানানো হয়েছে, এই ডিক্রিতে সেনাবাহিনীগুলোতে আরও ১ লাখ ৩৭ হাজার জন সশস্ত্র সেনা বাড়ানোর কথা বলা হয়েছে।

ইউক্রেন যুদ্ধের মধ্যেই সেনা বাড়ানোর ঘোষণা রাশিয়ার সেনা নিয়োগ কার্যক্রমে নতুন গতির আভাস দিচ্ছে। রুশঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতেই সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে বিপুল সংখ্যক রুশ সেনা হতাহত হওয়ায় তারা সেই শূন্যস্থান পূরণ করছে।

পুতিনের সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার জনে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে সামরিক সদস্য হবে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন। বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনীগুলোর মোট সামরিক সদস্য সংখ্যা ১০ লাখ ১৩ হাজার ৬২৮ জন আর বেসামরিক কর্মী রয়েছে প্রায় ৯ লাখ।

/এডব্লিউ

Exit mobile version