Site icon Jamuna Television

আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৮২

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮২ জনে। এই দুর্যোগে আহত হয়েছেন আরও আড়াইশ’। বৃহস্পতিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন এ তথ্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সংবাদ বিবৃতিতে জানান, পুরোপুরি বিধ্বস্ত তিন হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন হাজারের বেশি গবাদি পশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোগার প্রদেশ, সেখানে বাস্তুচ্যুত ২০ হাজারের বেশি বাসিন্দা।

তালেবান মুখপাত্রের দাবি, পার্বত্য এলাকাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। তালেবান সরকারের একার পক্ষে দুর্যোগ এবং পরবর্তী সংস্কারকাজ মোকাবেলা করা কষ্টকর। আন্তর্জাতিক মহলকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এই তালেবান নেতা।

উল্লেখ্য, গত জুন মাসেই ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে প্রাণ হারান হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন: বুকে বলের আঘাত, মাঠেই প্রাণ হারালেন বাঙালি ক্রিকেটার

ইউএইচ/

Exit mobile version