Site icon Jamuna Television

পাকিস্তানে চলমান বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ কোটি মানুষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে চলমান বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় চার কোটি বাসিন্দা। এই দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৩৭ জনে। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানান দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রেহমান। খবর বার্তা সংস্থা এপির।

বন্যা ও ভূমিধস সংশ্লিষ্ট দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দেড় হাজারের মতো মানুষ। হিসাব অনুসারে, দু’লাখের কাছাকাছি পাকিস্তানি দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছেন। বেশিরভাগ মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিতে পারলেও এখনো দুর্গত এলাকায় আটকা রয়েছেন অনেকে।

এছাড়াও বেলুচিস্তান-খাইবার পাখতুনখোয়া ও আজাদ কাশ্মিরের অবস্থাও বেহাল। প্রদেশগুলোয় বাস্তুচ্যুত অর্ধলক্ষের বেশি বাসিন্দা। অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরে গেলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এখনো চলছে উদ্ধারকাজ।

উল্লেখ্য, দেশটির সেনাবাহিনীর পাশাপাশি দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। জুনের মাঝামাঝি সময় থেকে প্রলয়ঙ্করী বন্যা দেখছে পাকিস্তান।
আরও পড়ুন: আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৮২
ইউএইচ/

Exit mobile version