Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ, আহত ১৫

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনপি নেতারা জানান, শুক্রবার (২৬ আগস্ট) সকালে কশরীপাড়া বাইপাস সড়ক এলাকায় জড়ো হয় দলের নেতাকর্মীরা। এসময় পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। এতে আহত হন অন্তত ১৫ জন। এসময় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।

তবে ছাত্রলীগ ও যুবলীগের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। শ্রীনগর থানার ওসি জানান, দু’পক্ষ সংঘর্ষে জড়ালে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিন গজারিয়া উপজেলাতেও বিক্ষোভ কর্মসূচিতে ধাওয়া দেয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

এসজেড/

Exit mobile version