Site icon Jamuna Television

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে কংক্রিট পড়ে গুরুতর আহত লেগুনা চালক

রাজধানীর মিরপুরের বড়বাগে নির্মাণাধীন ভবন থেকে কংক্রিট পড়ে এক লেগুনা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন ভবনের নিচে থাকা এক নারী চা দোকানিও।

আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে ৬০ ফিটের বড়বাগ এলাকায় লেগুনায় স্ট্যান্ডের পাশে ঘটে এই ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নেয়ার জন্য লেগুনা চালক অপেক্ষা করছিলেন। হঠাৎ ভবন থেকে কংক্রিট পড়তে থাকে। কিছু বুঝে ওঠার আগেই চালক রাজিবের মাথাতে এসে পড়ে কয়েকটি। পরে গুরুতর আহত রাজিবকে লেগুনা চালকরা হাসপাতালে নিয়ে যান।

একই ভবন থেকে কংক্রিট পড়ে আহত হয়েছেন ভবনটির নিচের এক নারী চা বিক্রেতাও। তাকে পাশে থাকা একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন, নিরাপত্তা বেষ্টনি ছাড়াই ভবনের নির্মাণ কাজ চলছে।

আরও পড়ুন: বিআরটি প্রকল্পে ঠিকাদাররা সঠিকভাবে কাজ করেনি: ব্যবস্থাপনা পরিচালক

জেডআই/

Exit mobile version