Site icon Jamuna Television

যুবলীগ থেকে বহিষ্কৃত হওয়ার বিষয়টি জানেন না সম্রাট!

জামিনে কারামুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট। এ সময় তিনি যে যুবলীগ থেকে বহিষ্কৃত হয়েছেন সেই ব্যাপারটি জানেন না বলে দাবি করেন।

আজ শুক্রবার (২৬ আগস্ট) বিকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সম্রাট।

এ সময় সম্রাট বলেন, শেখ হাসিনার কর্মী হিসেবে সবসময় কাজ করতে চান তিনি। বলেন, রাজনীতির ক্যারিয়ার সময়ই বলে দেবে। শ্রদ্ধা নিবেদেনের সময় সম্রাটের সাথে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান শর্ত সাপেক্ষে সম্রাটের জামিন মঞ্জুর করেন। ২০১৯ সালে ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে সম্রাটকে গ্রেফতার করেছিল র‍্যাব।

আরও পড়ুন: লন্ডনের প্রাসাদে বসে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তারেক: নানক

জেডআই/

Exit mobile version