Site icon Jamuna Television

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়া জড়িত না থাকলে হত্যার দুঃসাহস কারো ছিল না’

ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত না থাকলে কারো দুঃসাহস ছিল না তাকে হত্যা করার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীতে কৃষি অর্থনীতিবিদদের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময়, বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি না দিয়ে জিয়াউর রহমান তাদের বিদেশ পাঠিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ১৫ আগস্ট যাদের টেলিফোন করেছিলেন তারা কেউ ছুটে আসেনি। জিয়া জড়িত না থাকলে কারো দুঃসাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার। বিএনপি আগস্ট মাস এলে কেন এতো ভয় পায়? কে ছিল মুশতাকের সেনাপতি? হত্যাকারীদের বিদেশে পাঠিয়েছে কে? এর উত্তর হচ্ছে, জিয়া। বিশ্বাসঘাতক সে। আমেরিকার ভূমিকা আমরা জানি। ৭৪ ও ৭৫ সালেও আমরা দেখেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, যারা দুর্নীতি করেছে তারাই আবার লন্ডন থেকে কথা বলছে। জীবন থাকতে তাদের আর দুর্নীতি করতে দেয়া হবে না বলে; এমন হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি যারা করেছে তারাই আবার লন্ডন থেকে কথা বলে। তারা কি আবার সন্ত্রাস দুর্নীতি করবে, হাওয়া ভবন করবে? আমাদের জীবন থাকতে তা হতে দেবো না। কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্ব পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে আমাদের। কীভাবে সংকট কাটিয়ে ওঠা যায় প্রধানমন্ত্রী সেটা দেখছেন। রাইনসহ বিশ্বের বড় নদীগুলো শুকিয়ে যাচ্ছে। কাজেই বাস্তবতা মেনে চলতে হবে। এ অবস্থা বেশি দিন থাকবে না।

কথায় কথায় বিদেশিদের কাছে যারা নালিশ করে তারা একবারও রোহিঙ্গা ইস্যু তুলে ধরেনি; এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা আসার পাঁচ বছরে অসংখ্য উদ্যোগ নিয়েছে সরকার। আর তারা দফায় দফায় ত্রাণ দেয়ার নামে ছবি তুললেন। এরপর একদিনও রোহিঙ্গা নিয়ে কথা বলেছে? কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে, একবারও তারা বিদেশিদের সামনে রোহিঙ্গা ইস্যু তুলেছে?

আরও পড়ুন: যুবলীগ থেকে বহিষ্কৃত হওয়ার বিষয়টি জানেন না সম্রাট!

/এম ই

Exit mobile version