Site icon Jamuna Television

মুক্তি পেলো স্যার এলটন জন ও ব্রিটনি স্পিয়ার্সের ‘হোল্ড মি ক্লোজার’

ব্রিটনি স্পিয়ার্স ও স্যার এলটন জন।

মুক্তি পেয়েছে জনপ্রিয় মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স ও কিংবদন্তী ব্রিটিশ পপ সংগীতশিল্পী স্যার এলটন জনের গাওয়া ‘হোল্ড মি ক্লোজার’ গানটি।

শুক্রবার (২৬ আগস্ট) গানটি মুক্তি পায়। মুক্তির দিনই গানটি সুপার হিট হয়েছে, অন্তত ভক্তদের প্রতিক্রিয়া তেমনটিই বলছে।

জানা গেছে, হোল্ড মি ক্লোজার জনের ১৯৭১ সালের ক্লাসিক হিট গান। এ বছর সেটি নতুন করে রেকর্ড করা হয়েছে। গানটি গত বছরের হিট নাম্বার ‘কোল্ড হার্ট’-এর কথা মনে করিয়ে দেয়। যদিও জন গত কয়েক বছর ধরেই নতুন মিউজিক রিলিজ করেছেন।

এর আগে, ২০২১ সালে স্যার জন এলটন ‘দ্য লকডাউন সেশনস’ নামে তার ১৬টি গানের একটি অ্যালবাম বের করেন।

/এসএইচ

Exit mobile version