Site icon Jamuna Television

ফাইজারের বিরুদ্ধে মামলা করলো মডার্না

ছবি: সংগৃহীত

পেটেন্ট আইন ভঙ্গ করার দায়ে করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও তার অংশদারী প্রতিষ্ঠান জার্মানির বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন এই ওষুধ কোম্পানির অভিযোগ তারা করোনা মহামারির আগে এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছে। কিন্তু ফাইজার এবং বায়োএনটেক পেটেন্ট আইন ভঙ্গ করায় এ মামলা দায়ের করা হয়েছে।

এক বিবৃত্তিতে মডার্না জানিয়েছে, ফাইজার এবং বায়োএনটেক দুই ধরনের স্বত্ব তারা চুরি করেছে।

মডার্নার প্রধান নির্বাহী এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা মহামারির আগে থেকেই তারা এমআরএনএ প্রযুক্তি নিয়ে কাজ করেছে। এজন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। সুতরাং এর স্বত্ত্ব তাদের। এজন্যই তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

/এনএএস

Exit mobile version