Site icon Jamuna Television

মেয়েটিকে হাসপাতালে রেখে পালালো প্রেমিক!

মাদারীপুরের কালকিনিতে, অচেতন অবস্থায় এক কলেজ ছাত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে।

পুলিশ জানায়, কলেজ ছাত্রীর সাথে প্রেম ছিল রিফাত নামে এক যুবকের। শনিবার বিকেলে বরিশালের গৌরনদী ও মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী মাইজপাড়া এলাকায় বেড়াতে যায় তারা। এরপর মেয়েটিকে অচেতন অবস্থায় কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় রিফাত।

এ ঘটনায় রিফাতের বাবা-মাকে আটক করেছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। অভিযুক্ত রিফাত এবং কলেজ ছাত্রীর বাড়ি বরিশালের গৌরনদীতে।

/আরএএম

Exit mobile version