Site icon Jamuna Television

ফাইজারের বিরুদ্ধে মডার্নার যে দুটি অভিযোগ

করোনার টিকা তৈরিতে স্বত্ব লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে অপর প্রতিষ্ঠান মডার্না।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতি দিয়ে মামলা করার কথা জানায় মডার্না। মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, তাদের এমআরএনএ প্রযুক্তি নকল করেছে ফাইজার। করোনা মহামারির আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। আর্থিক ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ফাইজার জানিয়েছে, এ অভিযোগের বিরুদ্ধে লড়বে তারা।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মডার্নার অভিযোগ, তারা করোনা মহামারির আগে এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছে। কিন্তু ফাইজার এবং বায়োএনটেক পেটেন্ট আইন ভঙ্গ করায় এ মামলা দায়ের করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, ফাইজার ও বায়োএনটেক তাদের মেধাস্বত্বের দুটি উপাদান নকল করেছে। এর মধ্যে রয়েছে, কেমিক্যাল মডিফিকেশন, যা ২০১৫ সালে মানুষের ওপর প্রয়োগ করেছিলেন মডার্নার গবেষকেরা। অপরটি হলো ভ্যাকসিন কীভাবে নির্দিষ্ট ভাইরাসকে লক্ষ্যবস্ত বানায় সেই প্রযুক্তি।

/এডব্লিউ

Exit mobile version