Site icon Jamuna Television

নিখোঁজের ৭ দিন পর নলকূপের পাম্প ঘর থেকে উদ্ধার কিশোরের মরদেহ

নীলফামারীর ডোমারে নিখোঁজের ৭ দিন পর আরিফ হোসেন নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মধ্যরাতে ডোমার থানায় মামলা করেছে নিহতের পরিবার।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার একটি গভীর নলকূপের পাম্প ঘর থেকে কিশোরের মরদেহ যৌথভাবে উদ্ধার করেছে পুলিশ, ডিবি ও সিআইডি। নিহতের স্যান্ডেল, ঘড়ি দেখে প্রাথমিকভাবে মরদেহ শনাক্ত করে তার বোন।

আরিফ ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার বাসিন্দা। গেল ১৯ আগস্ট অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি আরিফ।

/এডব্লিউ

Exit mobile version