Site icon Jamuna Television

শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ

পর্দা উঠছে এশিয়া কাপের। আজ শনিবার (২৭ আগস্ট) উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ১৫তম আসরটি বসার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু বদল করে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসরে দু’টি গ্রুপে অংশ নিচ্ছে ৬টি দল। দুই গ্রুপ থেকে চারটি দল নিয়ে শুরু হবে রাউন্ড রবিন লিগ। সেখান থেকে শীর্ষ দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

এশিয়া কাপে সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছে শ্রীলঙ্কা। এছাড়া, পাকিস্তান দু’বার এশিয়া সেরার মুকুট পরে। এদিকে বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও এখনও অধরাই রয়ে গেছে শিরোপা জয়ের স্বাদ।

আরও পড়ুন: পাকিস্তানি ভক্তের সাথে হাত মিলিয়ে হৃদয় জয় করলেন রোহিত (ভিডিও)

/এম ই

Exit mobile version