Site icon Jamuna Television

যশোরে বিএনপির ৪ নেতার বাসায় হামলার অভিযোগ

যশোরে বিএনপির ৪ নেতার বাসায় হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ আগস্ট) রাত রাত ১ থেকে ২টার মধ্যে ঘোপ, উপশহর ও ধর্মতলা এলাকার এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর অভিযোগ, রাতে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খান ও দেলোয়ার হোসেন খোকনের বাড়িতে প্রাইভেটকার, মোটরসাইকেলে করে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা।

এসময় তাদের বাড়ির গেট, দরজা জানালা এবং গ্লাসও ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি পুলিশ। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।

/এডব্লিউ

Exit mobile version