Site icon Jamuna Television

মক্কার গ্র্যান্ড মসজিদের ইমামের ১০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল-তালিবকে ১০ বছরের জেল দিয়েছেন দেশটির আদালত। আপিল খারিজ করে বিশিষ্ট ইমামকে সাজা প্রদান করেন বিশেষ আদালত।

মিডলইস্ট আই’র এক প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সী আল-তালিবকে ২০১৮ সালের আগস্টে গ্রেফতার করা হয়েছিল। তখন তিনি মক্কার ইমাম ছিলেন।

সৌদি বন্দিদের নিয়ে কাজ করা প্রিজনার্স অব কনসায়েন্স অ্যাকাউন্টও এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আমরা নিশ্চিত যে আদালত ইমামকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আল-তালিব খুতবায় সৌদি যুবরাজ সালমানের ধর্মীয় সামজিক সংস্কার ইস্যুতে কথা বলার পর গ্রেফতার হয়েছিলেন। ২০১৭ সাল থেকে বেশ কয়েকজন স্কলারকে আটক করেছে সৌদি সরকার। অনেকে এখনও কারাগারে বন্দি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

/এনএএস

Exit mobile version