Site icon Jamuna Television

১৯ দিনে গড়ালো চা শ্রমিকদের আন্দোলন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আজ

তিনশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন গড়িয়েছে ১৯তম দিনে। এ নিয়ে আজ বিকেলে গণভবনে বাগান মালিকদের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন মৌলভীবাজারের বেশিরভাগ চা শ্রমিক। হবিগঞ্জের চা বাগানগুলোতেও একই চিত্র।

মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। শ্রমিকদের প্রত্যাশা, মালিকরা তাদের দাবি মেনে নেবেন।

মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা।

/এডব্লিউ

Exit mobile version