Site icon Jamuna Television

কক্সবাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

প্রতীকী ছবি

 কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ। 

শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়া উপজেলার হিজলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার  জয়নাল উদ্দিনের স্ত্রী  সলিমা খাতুন (৪৫), একই এলাকার অটোরিকশা চালক গুরামিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ও রামু উপজেলার মেরুল্লা এলাকার মৃত মনিদ্র ধরের ছেলে বিধুধর (৫২) নিহত ১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহত রামু গর্জনিয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ (৩০)। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, টেকনাফমুখী ট্রাকের সাথে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে এবং উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহত একজন নিহত হয়েছে।  

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেইসাথে গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

/এনএএস

Exit mobile version