Site icon Jamuna Television

বঙ্গবন্ধুকন্যা মৃত্যুর পরোয়া করেন না: আমু

আমির হোসেন আমু। ফাইল ছবি।

বঙ্গবন্ধুকন্যা মৃত্যুর পরোয়া করেন না, তাই তিনি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু।

শনিবার (২৭ আগস্ট) সকালে ১৫ আগস্টের শহীদদের স্মরণে পিরোজপুর জেলা সমিতির এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আমির হোসেন আমু বলেন, দিনটি ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাতের দিন। এখন বামপন্থী রাজনীতিবিদদের অনেক বক্তব্য নিজেদের মূল আদর্শ পরিপন্থী বলেও মন্তব্য করেন আমু।

সভায় অন্যান্য বক্তারা বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া সকলেই বঙ্গবন্ধুর খুনিদের নার্সিং করেছেন। তারা বলেন, এখনও মুখোশ পরা অনেক মানুষ বিচরণ করছে। তারা ১৫ আগস্টের প্রেক্ষাপটে সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন কিনা, জোরালোভাবে সে প্রশ্ন আছে মানুষের মনে।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়া জড়িত না থাকলে হত্যার দুঃসাহস কারো ছিল না’

/এম ই

Exit mobile version