Site icon Jamuna Television

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন ব্রিটিশ রক মিউজিক তারকা রবি উইলিয়ামস। তার সঙ্গে থাকবেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা। তাদের সঙ্গে মঞ্চ কাপাবেন অপেরা আইকন প্লাসিদো ডমিঙ্গো। থাকবেন জনপ্রিয় শিল্পী জুয়ান দিয়েগো ফ্লোরেজ।

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। অনুষ্ঠানটি ৮০ হাজার দর্শক দেখার সুযোগ পাবেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা ভিন্ন আঙ্গিকে হবে।

Exit mobile version