Site icon Jamuna Television

ওপেনিংয়ে চূড়ান্ত হয়নি এনামুলের সঙ্গী; একাদশ নিয়ে হাবিবুল বাশার

এশিয়া কাপে মোস্তাফিজুর রহমানের ফর্মে ফেরাটা গুরুত্বপূর্ণ। সেই সাথে ওপেনিংয়ে এনামুল বিজয়ের সাথে নাইম শেখকে বিবেচনা করলেও এখনও জায়গাটি চূড়ান্ত করেনি টিম ম‍্যানেজম‍েন্ট। এমনটাই বলেছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। জানিয়েছেন, ক্রিকেটাররা পাচ্ছেন স্বাধীনভাবে খেলার সাহস। অনুশীলন দেখে অনুমান করা গেছে কেমন হবে টাইগারদের একাদশ।

এই আসরেই দলে ফেরা সাব্বির রহমানের নামের সাথে ব‍্যাড বয়ের তকমাটাই যেনো বেশি সেঁটে আছে। সেটি কাটিয়ে ওঠার আরও একটি সুযোগ এসেছে এই হার্ড হিটার ব্যাটারের সামনে। তবে সে জন‍্য তাকে লড়তে হবে আরও দুজনের সাথে। ৭ নাম্বারে তার সাথে বিবেচনায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন।

দেশ ছাড়ার আগে দু’টি প্রস্তুতি ম‍্যাচে দারুণ খেলেছেন মোসাদ্দেক। সাব্বির ‘এ’ দলের হয়ে সফরে দারুণ ইনিংস খেলে ফিরেছেন। তবে মাহমুদউল্লাহ আশা দেখাতে পারেননি। তবে অভিজ্ঞতায় পার পেলেও পেতে পারেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।

ওপেনিংয়ে এনামুল বিজয়ের সাথে বিবেচনা করা হচ্ছে নাইম শেখকে। সব ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে এই ওপেনিং জুটিরই দেখা মিলবে। এমন ইঙ্গিত দিয়ে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, আপনারা জানেন, আমরা এবার ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। এ নিয়ে ইতোমধ্যে আমরা কথাও বলেছি। নাঈমকে সেই মেসেজই দেয়ার চেষ্টা করেছি। নাঈম যদি খেলে তবে হয়তো সেরকম খেলারই চেষ্টা সে করবে। আমরা এখনও ঠিক করিনি কারা ওপেন করবে। তবে বিজয় অবশ্যই খেলবে।

ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে দীর্ঘ সময় ধরে নেট প্র‍্যাকটিস করা এবাদত হোসেনের হয়তো অভিষেক হবে এশিয়া কাপে। সেই সাথে মোস্তাফিজকে ফিরতে হবে চেনা রূপে। এ নিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, মোস্তাফিজ অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোলার। ওর পারফরমেন্স কিন্তু দলের জয়-পরাজয়ে অনেকখানি প্রভাব ফেলে। সব সময় তো ভালো পারফর্ম করা যায় না। ওরও খারাপ দিন গিয়েছে যেখানে আমাদের ভুগতে হয়েছে। তবে আমরা আশা করি, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই মোস্তাফিজের সেরা পারফরমেন্স আমরা দেখতে পাবো।

অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গী হতে পারেন সাইফউদ্দিন। টপ অর্ডারে আফিফ আর মিডল অর্ডারে মুশফিকে আস্থা রাখতে চাইবেন সাকিব। শেষ দিকে মেহেদি হাসান হতে পারেন ভরসার প্রতীক। স্পিনে নাসুম আহমেদ আর মিরাজের মধ‍্যে বেছে নিতে হবে একজনকে। আর সেখানে এগিয়ে থাকবেন মেহেদী মিরাজ।

আরও পড়ুন: পাকিস্তানি ভক্তের সাথে হাত মিলিয়ে হৃদয় জয় করলেন রোহিত (ভিডিও)

/এম ই

Exit mobile version