Site icon Jamuna Television

আইজিপি’র শর্তযুক্ত ভিসায় দেশের সুনাম নষ্ট হয়েছে: ফখরুল

ফাইল ছবি

শর্তসাপেক্ষে পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি পুলিশ প্রধানদের সম্মেলনে নিষেধাজ্ঞায় থাকা আইজিপি’র নাম দেয়াও ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেন, জাতিসংঘ আয়োজিত পুলিশ প্রধানদের অনুষ্ঠানে যেতে বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ ভিসা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশ প্রধানের ভিসা প্রাপ্তি নিয়ে অপব্যাখ্যা দিয়েছেন।

ফখরুল আরও বলেন, জাতিসংঘের সাথে ১৯৪৭ এর চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা থাকলেও তিনি অনুষ্ঠানে যেতে পারেন। এটা নিষেধাজ্ঞা তুলে নেয়া নয়।

শর্তসাপেক্ষে বেনজীর আহমেদের ভিসা ও এ নিয়ে সরকারের অবস্থান দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিতর্কিত আইজিকে যুক্তরাষ্ট্রে নিতে লবিং চালিয়ে মূলত মানবাধিকার লঙ্ঘনকেই জায়েজ করতে চায় সরকার।

সম্প্রতি বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের হাত থেকে জনগণকে বাঁচাতে হবে।

/এনএএস

Exit mobile version