Site icon Jamuna Television

বিশ্ব মাতাতে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’

রাশিয়ার রাজধানী মস্কোতে আজ জমকালো আয়োজনে পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপের। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ৩০ মিনিটের জমকালো এ আয়োজন।

এবারের বিশ্বকাপে ভেঙে যাচ্ছে চিরাচরিত অনেক নিয়ম। থিম সং ওয়ান লাইফ লিভ ইট আপে’র তিন গায়ক নিকি জেম, উইল স্মিথ আর ইস্ত্রেফি থাকছেন না উদ্বোধনীতে।

বৃটিশ শিল্পী রবি উইলিয়ামসের সঙ্গে ৩০ মিনিটের উদ্বোধনীতে অপেরা পারফরম্যান্স দিয়ে আলো ছড়াবেন বিখ্যাত গায়িকা আইদা গ্রিফুলিনা। রাশান ঐতিহ্যবাহি নাচ, আর সিনক্রোনাইজড জিমনাস্ট ও ট্রাম্পোলিনে পারফর্ম করবেন ৫০০ রাশিয়ান ডান্সার, জিমনাস্ট ও ট্রাম্পোলিনিস্ট।

এরপরেই লুঝনিকি স্টেডিয়ামে শুরু হবে রাশিয়া-সৌদি আরব ম্যাচ। র‍্যাঙ্কিংয়ের বিচারে সবচেয়ে দুর্বল দুই দলের লড়াইয়ে স্বাগতিক হওয়ায় এগিয়ে থাকার কথা রাশিয়ার। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে বাজিমাত করতে পারে সৌদি আরবও।

Exit mobile version