Site icon Jamuna Television

বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না তা প্রমাণিত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের বক্তব্যে প্রমাণিত। এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি আরও বলেছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়াই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট

শনিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট বাংলাদেশে এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আমাদেরকে কিছু প্রশ্ন আগেই দিয়েছিলেন। তার প্রশ্নের ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় আমরা ভিডিও প্রেজেন্টেশন তাকে দেখিয়েছিলাম ও কোনদিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এসব দেখে তিনি আমাদের কোনো প্রশ্ন করেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব কিছু বিশ্লেষণ করে মতামত দিয়েছেন মিশেল ব্যাচেলেট। তিনি তার বিজ্ঞতা দেখিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে না বরং খুব যত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। সেই কথাই তিনি বারবার বলেছেন।

এ সময়, বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা অবস্থার সৃষ্টির জন্য বিভিন্নভাবে তারা রটনা করে যাচ্ছেন। এসবের কোনো ভিত্তি নেই এবং তারা কোনো সত্যতাও দেখাতে পারেনি।

আরও পড়ুন: আগামী ৬ মাস দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ জ্বালানি: সালমান এফ রহমান

/এম ই

Exit mobile version