Site icon Jamuna Television

ইউক্রেনে রুশ হামলায় এক মার্কিন যোদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের হয়ে স্বেচ্ছায় যুদ্ধ করতে যাওয়া এক মার্কিন নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস কনফারেন্সে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়ে ছিলেন ওই মার্কিন নাগরিক। তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন নিউজ উইক ম্যাগাজিনে প্রথম এ মৃত্যুর খবর ছাপা হয়েছিল। এরপর, গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগেও বেশ কয়েকজন মার্কিন নাগরিকের ইউক্রেনের হয়ে যুদ্ধরত অবস্থায় মৃত্যু, নিখোঁজ ও বন্ধীর ঘটনা ঘটেছে।

এনবি/

Exit mobile version