Site icon Jamuna Television

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন কিম-বিন সালমান

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবল-২০১৮। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে থাকছেন ইংল্যান্ডের পপ তারকা রবি উইলিয়াম এবং রাশিয়ান অপেরা শিল্পী আইদা গ্যারিফুল্লিনা। তবে, মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে এদের ছাপিয়ে আলো ছড়াতে অন্য দু’জন মানুষ। প্রথম জন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটি না বললেও চলে। অন্যজন হতে পারেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন!

স্বাগতিক দেশের প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিনের স্টেডিয়ামে থাকার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রেমনিল প্রেস সার্ভিস। তারা এও জানিয়েছে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকা কিম জং-উনের উপস্থিতিও আশা করছে তারা। উদ্বোধনী ম্যাচে সৌদি আরব-রাশিয়া মুখোমুখি হবে। তাই মাঠে থাকতে পারেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও।

৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রবি উইলিয়াম এবং আইদা গ্যারিফুল্লিনা পাশাপাশি সাবেক ব্রাজিলয়ান সুপারস্টার রোনালদোও থাকছেন। আর অনুষ্ঠানের প্রথমেই রাশিয়ান সংস্কৃতি তুলে ধরবেন ৫০০ জন নৃত্যশিল্পী।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version