Site icon Jamuna Television

বন্যায় আফগানিস্তানে নিহত প্রায় ২০০, আন্তর্জাতিক সাহায্যের আহ্বান তালেবানের

ছবি: সংগৃহীত।

বন্যায় আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০। এ অবস্থায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করেছে ক্ষমতাসীন দল তালেবান। খবর ইউএস নিউজের।

শুক্রবার (২৬ আগস্ট) এ নিয়ে তালেবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন, পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গেছে। বন্যায় কয়েক হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে, তিন হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরে খরা ও ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। অল্প সময়ের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যার কবলে আফগানিস্তানের মানুষ। বিপর্যয়ের এই সময়ে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন করছে।

এর আগে চলতি সপ্তাহে জাতিসংঘের ‘শিশু তহবিল’ সংক্রান্ত সংস্থা ইউনিসেফের আফগানিস্তান বিভাগের প্রধান অ্যান কিন্ড্রাচুক দেশটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, দেশটির বহু এলাকায় বন্যাদুর্গত মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। মানুষ রাতারাতি তাদের সবকিছু হারিয়ে ফেলেছে। তাদের জন্য অবিলম্বে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।

এসজেড/

Exit mobile version