Site icon Jamuna Television

যে জন্য ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে স্কটল্যান্ডের রাস্তাঘাট

দ্য গার্ডিয়ান থেকে নেয়া ছবি।

পরিচ্ছন্নতাকর্মীদের সপ্তাহপব্যাপী কর্মবিরতির জেরে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে স্কটল্যান্ডের পথঘাট।

জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে এডিনবার্গে শুরু হওয়া বিক্ষোভ, বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত ছড়িয়েছে গ্লাসগোসহ কমপক্ষে দেশটির কমপক্ষে ৩২টি এলাকায়। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে শ্রমিক ইউনিয়নের দরকষাকষি চলছে বলে জানা গেছে। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। 

এদিকে, চলমান বিক্ষোভের জেরে স্থবির হয়ে পড়েছে স্কটল্যান্ডের বর্জ্য ব্যবস্থাপনা। সড়কের ডাস্টবিনে উপচে পড়েছে বিপুল পরিমাণ বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

/এসএইচ
Exit mobile version