Site icon Jamuna Television

গাজীপুরে নিজ কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ীতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দুপুরে কোনাবাড়ী বাইমাল এলাকার স্থানীয় জয়নাল ডাক্তারের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারী তার স্বামীর সাথে জয়নাল ডাক্তারের বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী পলাতক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল ডাক্তারের বাসার ২২ নম্বর রুমে ভাড়া থাকতেন এই নারী ও তার স্বামী। তবে গত কয়েকদিন ধরেই তাদের খোঁজ ছিল না। শনিবার ওই রুমের ভেতর লাইট জ্বলতে দেখে স্থানীয়রা কোনাবাড়ী থানায় খবর দেয়। পরে কোনাবাড়ী থানা পুলিশ ও পিবিআই এসে ঘরের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।

এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version