Site icon Jamuna Television

কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই: শামীম ওসমান

যারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছেন, তাদের সাথে রাজপথে খেলা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বলেন, আপনারা খেলতে চান। আপনারা মরণ খেলা খেলতে চান। কী করবেন? বাংলাদেশকে ধ্বংস করবেন। কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই, খেলা হবে। আমরা খেলব ধ্বংসের বিপক্ষে, আপনারা খেলবেন ধ্বংসের পক্ষে।

শনিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জের ২ নং রেলগেইট এলাকায় শোকাবহ আগষ্ট ও স্বাধীনতা বিরোধী, জঙ্গি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, পূর্বপুরুষদের মতো বাংলাদেশকে গড়ার জন্য তার দল লড়াই করতে চায়। কিন্তু বিএনপি লড়তে চায় বাংলাদেশকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে। বিএনপি নেতাদের উদ্দেশে শামীম ওসমান বলেন, যে নেতা তার মায়ের অসুস্থতার খবর পেয়েও দেশে আসে না; তার স্ত্রী ও মেয়ে আসে না, সেই নেতা দলের নেতাকর্মীদের বিপদেও পাশে থাকবেন না।

/এমএন

Exit mobile version